push notification

Sunday, March 3, 2019

Whatsapp নিয়ে এল দুটি অত্যাধুনিক ফিচার্স, দেখে নিন কীভাবে ব্যবহার করবেন...

এবছর সবচেয়ে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ Whatsapp দুটি অত্যাধুনিক ফিচার্স নিয়ে এসেছে৷একটি গ্রুপ কলিং শর্টকাট ও দ্বিতীয়টি ফেস লক/ টাচ আইডি ফিচার ৷ তবে এর বেশ কয়েকটি ফিচার্স টেস্টিং স্টেজে রয়েছে ৷ তবে শীঘ্রই সেগুলি সমস্ত ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়া হবে ৷

  
Group Calling Shortcut


  
এখানে গ্রুপ কলিংয়ের জন্য একটি আলাদা বটন যুক্ত করা হয়েছে ৷ আগের কলিং বটনের মতোই এটি কাজ করবে ৷ তবে এই বটনের সুবিধা হচ্ছে আপনি একবারে একাধিক জনকে কল করতে পারবেন ৷ গত বছর হোয়াটসঅ্যাপ গ্রুপ ভয়েস ও ভিডিও কলিং ফিচার নিয়ে এসেছিল ৷ এবছর জানুয়ারি তাতে বদল করা হয়েছে ৷

আগে গ্রুপ কল করার জন্য প্রথমে যে কোনও একটি কনট্যাক্টকে ভয়েস ও ভিডিও কল করতে হত ৷ এরপর কল রিসিভ হওয়ার পর উপরের প্লাস সাইনের পাশাপাশি 'Add Person' বটনের অপশন দেওয়া হত ৷ এখানে ক্লিক করে আপনি অন্যদের অ্যাড করতে পারবেন ৷

 Face Lock/Touch ID
 

এর জেরে ব্যবহারকারীদের চ্যাট আরও সিকিউয়র হয়ে গিয়েছে ৷ নতুন ফিচারের সুবিধা হচ্ছে Whatsapp আপনার মুখ দেখে বা ফিঙ্গারপ্রিন্ট দিলেই তবেই খুলবে ৷ আপাতত এটি কেবল iOS ব্যবহারকারীরা এর সুবিধা পাবেন ৷ তবে শীঘ্রই অ্যান্ড্রয়ড ব্যবহারকারীরা এই সুবিধা পেতে চলেছেন ৷ ফেস ও ফিঙ্গারপ্রিন্ট আইডি হোয়াটসঅ্যাপে ইন্টিগ্রেট করা হয়েছে ৷ শীঘ্রই প্রাইভেসি সেটিংসে Require TouchID অপশন দেখা যাবে ৷

No comments:

Post a Comment