push notification

Thursday, April 11, 2019

বাজারে এল Samsung বাজেট ফোন Galaxy A20, জেনে নিন ফিচার্স


ভারতে লঞ্চ হল Samsung-এর মিডরেঞ্জ স্মার্টফোন Galaxy A20। আগামী সপ্তাহ থেকে বিক্রি শুরু হবে এই ফোন। 

 Samsung Galaxy A20 ফোনে রয়েছে 6.4-ইঞ্চি HD+ সুপার AMOLED, উপরে থাকছে কোম্পানির ইনফিনিটি-V নচ।ভিতরে থাকছে Exynos 7884 চিপসেট, 3GB RAM আর 32GB স্টোরেজ। ফোনের স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে। এই ফোন চলবে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে।ফোনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর আর দ্বিতীয়টি 5 মেগাপিক্সেল সেন্সর। সেলফির জন্য রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।


 ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি। 
Samsung Galaxy A20 ফোনের দাম 12,490 টাকা। 10 এপ্রিল থেকে বিক্রি শুরু হবে এই ফোনটি। অনলাইন ও অফলাইনে পাওয়া যাবে এই ফোন। 

No comments:

Post a Comment